পূর্বের সূর্য পশ্চিমে পড়ছে হেলে,
আলো তার নিভু নিভু–
যেন রাতের আঁধার দিয়েছে ঢেলে!
সন্ধ্যায় নেমেছে রাতের কালো আঁধার,
নেই জোনাকির আলো–
বিজ্ঞানের কারিশমায় আলো-আঁধারে একাকার!
.
ছবি শীতলক্ষ্যা নদীর মাঝ থেকে পূর্বপাড়।
পূর্বের সূর্য পশ্চিমে পড়ছে হেলে,
আলো তার নিভু নিভু–
যেন রাতের আঁধার দিয়েছে ঢেলে!
সন্ধ্যায় নেমেছে রাতের কালো আঁধার,
নেই জোনাকির আলো–
বিজ্ঞানের কারিশমায় আলো-আঁধারে একাকার!
.
ছবি শীতলক্ষ্যা নদীর মাঝ থেকে পূর্বপাড়।
মন্তব্য প্রধান বন্ধ আছে।
সন্ধ্যায় নেমেছে রাতের কালো আঁধার,
নেই জোনাকির আলো–
বিজ্ঞানের কারিশমায় আলো-আঁধারে একাকার!
ভাললাগা রেখে গেলাম
শুভ কামনা রইলো
ভালো থাকবেন সুস্থ থাকবেন সে কামনাই করছি।
খুব সুন্দর প্রণয়দৃশ্যপট কবি দা