যাবজ্জীবন

আড়াই দিনের বৈরাগ্য শেষে
যখন ফিরে এলাম
গ্রাম ভেঙ্গে পড়ল আমার উঠোনে।
অবজ্ঞা, টিটকারি, বিদ্রূপ
মনে হল পুনরায় ফুড়ুৎ করে উড়ি।
উঠানের ওপর পারে উদ্বিগ্ন মুখ
সব সহ্য করতে প্ররোচনা দিল।

আরও আড়াই দিন পরে
উদ্বিগ্ন মুখে হাসি ফুটল,
বৈরাগ্য উধাও। সংসার ধর্মের প্রতি
অনীহা ছিল, এই আমি ঘোর সংসারী।
উঠানের ওপর পারের যে মেয়েটি
একদিন গলা চেপে ধরেছিল
প্রতিদিন তার গলায় ফাঁস লাগাই,
আমার যাবজ্জীবন ফাঁসি হয়েছে।

3 thoughts on “যাবজ্জীবন

মন্তব্য প্রধান বন্ধ আছে।