ব্যাথার অনলে পুড়তে গেলে
ব্যাথা লাগার কথা নয়
তবুও ব্যথায় জমে গিয়েছে বুক।
এই জনমে কমবে কী আর মননের অসুখ
তুমিও জানো কী অসুখে মন রয়েছে শূন্য
মস্তিষ্কেরই নিউরণে রয়েছো পরিপূর্ণ।
1 thought on “একটি অসমাপ্ত কবিতা”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
ব্যাথার অনলে পুড়তে গেলে
ব্যাথা লাগার কথা নয়
তবুও ব্যথায় জমে গিয়েছে বুক।
এই জনমে কমবে কী আর মননের অসুখ
তুমিও জানো কী অসুখে মন রয়েছে শূন্য
মস্তিষ্কেরই নিউরণে রয়েছো পরিপূর্ণ।
মন্তব্য প্রধান বন্ধ আছে।
"তুমিও জানো কী অসুখে মন রয়েছে শূন্য
মস্তিষ্কেরই নিউরণে রয়েছো পরিপূর্ণ।"