ভ্যালেন্টাইন ইশপেশাল … প্রেমের দিন

149721994_4

আজ পৃথিবীময় প্রেমের গন্ধ। আমার শহরে ভালোবাসার পুজোর আছে ছন্দ। তর্কে জানি হারাবো আমি, ভালোবাসার দিন! সে আবার কী? তবে বাকি দিন সব মেকি নাকি? অথচ আজকের দিন আজই থাকে, কাল কি হবে জানিনা। অতো হিসেব বুঝিনা আমি, কোনো নিয়ম মানিনা। কিছু হিসেব না মিললেই ভীষণ ভালো লাগে ! কিছুটা সময় মনের মাঝে এমনই দোলা লাগে।

মনের কোনে মেঘ জমেছে কদিন ধরেই বেশ, বর্ষণও হয়েছে অঝোর, চোখ জানলায় রেশ।সকাল থেকেই হিমেল হাওয়া, শিরশিরানি ঘাসে। খাটের পাশে জানলা খোলা বৃষ্টি যদি আসে! কদিন ধরেই, কেউ জানে না, চুপ থেকেছি, মেঘ মেখেছি আর, বরফ গন্ধ শিরায় শিরায়, ওরে ফাগুন একটুখানি স্বপ্ন দিবি ধার?

আমি কিন্তু হাসতে পারি, কষ্ট মেখে মুখে। চলতে পারি তালে তালে সুখে ও অসুখে। মাঝেমধ্যে রোদ ঝলমল আকাশের কোণে, বন্ধ রাখি মন জানালা, অতি সঙ্গোপনে। এখন আমার একলা আকাশ মেঘের সামিয়ানা, আর আছে এক রূপকথার দেশ, কাউকে বলতে মানা। মেঘের পরে মেঘ জমে। মেঘ গুঁড়িয়ে নদী। পাহাড় চিরে নামতাম ঠিক, আগুন হতাম যদি!

আজ দিনটা ভালোবাসার। আজ দিনটা প্রেমের। আজ দিনটা ফাগুন বেলার, সত্যি মিথ্যে গেমের। ওই আকাশ, নদী, মেঘ ফাগুনের প্লাবন দিয়েছে ডাক। লবণ জলে মুখ ধুয়েছি; চোখের পাতা ভেজাই না হয় থাক।

4 thoughts on “ভ্যালেন্টাইন ইশপেশাল … প্রেমের দিন

  1. রোদ ঝলমল আকাশের কোণে, বন্ধ রাখি মন জানালা, অতি সঙ্গোপনে। এখন আমার একলা আকাশ মেঘের সামিয়ানা, আর আছে এক রূপকথার দেশ, কাউকে বলতে মানা। ___ অসাধারণ এই শাব্দিক প্রকাশ। শুভেচ্ছা প্রিয় কবিবন্ধু রিয়া রিয়া। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।