ঊনচল্লিশ বছর পর,
আজ গ্রীষ্মের রৌদ্রের তাপদাহে হাঁটছি,
শুধু তুমি আসবে বলে।
তোমার আগমনের বার্তায়,
মধুমাসের সকল ফল বাড়িতে এনেছি,
তুমি আমি একসাথে তা খাব বলে।
ওগো প্রিয়, তুমি ছিলে না তাই
আমি কোনো দিন গ্রীস্মের রৌদ্রর তাপদাহে হাঁটিনি,
খায়নি কোনো ফল মধুমাসের।
ঊনচল্লিশ বছর পর,
আজ আমি আনন্দে বৃষ্টিতে ভিজছি,
শুধু তুমি আসবে বলে।
তোমার আগমনের বার্তায়,
বর্ষার ভেলা তৈরি করেছি,
তুমি আমি একসাথে বর্ষার জলে ভেলায় ভাসব বলে।
ওগো প্রিয়, তুমি ছিলে না তাই,
আমি কোনো দিন বৃষ্টিতে ভিজিনি,
বর্ষার জলে ভাসিনি কখনো ভেলায়।
রচনাকাল
১০/১০/২০২০
ঊনচল্লিশ বছর পর
কথা কাব্যের শিরোনামেই যেন এক ধরণের বিষাদ অনুভব করছি প্রিয় কবি অপূর্ব।
শুভকামনা রইল
বেশ ভাবনাময়
অসাধারণ মন্তব্য করেছেন
শুভকামনা রইল