চল চল,
হেলিকপ্টার নামছে দেখবি চল
সাথে নিয়ে নে এলাকার দলবল,
নারী পুরুষ সাথে চল।
চলরে চলরে চল!
বল বল,
কে নামছে আর কোথায় নামছে বল
তাড়াতাড়ি সবাই এগিয়ে চল,
নামলো বুঝি মানুষের ঢ্ল।
চলরে চলরে চল!
6 thoughts on “হেলিকপ্টার”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
চমৎকার লিখেছেন।
সময়ের অভাবে মন্তব্যের জবাব দিতে দেরি হয়ে গেলো, দাদা। আশা করি মন খারাপ করেননি।
সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।
এই অনুভূতির সাথে আমার মনও আনন্দে নেচে উঠলো প্রিয় কবি।
সময়ের অভাবে মন্তব্যের জবাব দিতে দেরি হয়ে গেলো, দাদা। আশা করি মন খারাপ করেননি।
সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সাথে থাকলো, শুভকামনাও।
সুন্দর স্মৃতিময়
সময়ের অভাবে মন্তব্যের জবাব দিতে দেরি হয়ে গেলো, দাদা। আশা করি মন খারাপ করেননি।
সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।