একুশ

ekush-omor-480x250

নিঃস্ব হতে হতে যে খুঁজে পায় মাটি
তাকে বাংলাদেশ বলা যেতে পারে।
পতনে পতনে যে উত্থানের স্বপ্ন দেখ
তাকে বাংলাদেশ বলা যেতে পারে।

আড়ি দেয়া বালিকা পুনরায় বন্ধুত্বের
আহ্বান জানান। গোস্বার প্রেমিকা
গোধূলি বেলায় পাঠায় নীলখাম। দূর
মাঠের অভিমানী পুত্র ঘরে ফিরবে না
প্রতিজ্ঞা ভুলে ফিরে মায়ের আঁচলে।

ঘরে ফিরে সন্ধ্যার কাক, এঁদো ডোবা থেকে
ফিরে পাতিহাঁস। মুখস্থ পাঠ শেষে
মৌরলা ঝোলে তৃপ্তির ঘুম ডাক দিলে
কাঁথাঘুম ইশারাকে বাংলাদেশ বলে।

ভোরের সমুদ্রে জেগে ওঠে সূর্য, আশার
আলোকে বাংলাদেশ বলা যেতে পারে।
একুশের মাঠে ঝরানো রক্তের নদী
মা ডাক-কে বাংলাদেশ বলা যেতে পারে।

2 thoughts on “একুশ

  1. ভোরের সমুদ্রে জেগে ওঠে সূর্য, আশার
    আলোকে বাংলাদেশ বলা যেতে পারে।
    একুশের মাঠে ঝরানো রক্তের নদী
    মা ডাক-কে বাংলাদেশ বলা যেতে পারে। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।