॥ক॥
সবুজ ঘাসের কাছে নত হয়ে দেখি
একটা ছবির কংকাল
পড়ে আছে খুব কাছে
তার পাশ দিয়ে হেঁটে গেছে
আরও কিছু জলের সকাল।
॥খ॥
আমিও কাঁপতে গিয়ে ধরেছি যে হাত
সেই হাতে লেগেছিল আকাশের রঙ
ছিল দুটি লাল বালা,
ছুঁতেই দেখেছি বিনম্র আষাঢ় এসে
ঝরিয়েছে রোদ
আর আমি হেসে হেসে মুছেছি ঝড়
বৃষ্টিকে থেমে যেতে দিয়েছি প্রবোধ।
॥গ॥
বুক কাঁপে, কাঁপে ঝড়
আর এই কম্পনের কালে
তুমিও রক্তিম হয়ে কৃষ্ণচূড়ায়
ভরিয়েছো আকাশটুকু
শুধু লালে লালে।
॥ঘ॥
আমাকে দিও না কিছু, চাই না ভ্রমের বিলাস
যখন ভ্রমর হয়ে এই ফুলে রেখেছি চুম্বন,
তখন কী ভুল করে প্রিয় জলপথে
তুমিও সারথী হয়ে আরও কাছে এসে
নিবন্ধন করোনি এই অষ্ঠ শিহরণ !
॥ঙ॥
আবার ছেড়েছি ঢেউ, উজানের ঘন আলিঙ্গনে
জানি তুমি টেনে নেবে
আর দেবে কবোষ্ণ নিশ্বাস
আমিও প্রশ্বাস ছুঁয়ে পান করে নেবো
এই জল, এই তৃষ্ণা
বন্ধনের মাত্রারেখায় ডুবে যাবো আরেক জীবনে।
ভালো থাকুন নিরাপদে থাকুন এই শুভকামনা প্রিয় কবি প্রিয় ইলিয়াস ভাই।
অসাধরণ লিখেছেন দাদা।