নরকের স্বাদ বাংলায়

আমরা বাংলার মানুষ বাঙালি
বেঁচে আছি কিন্তু হয়ে কাঙালি,
আমাদের নেই অন্ন, নেই বস্ত্র, নেই নয়নে নিদ্রা
নেই কোনো মৌল বা মানব হিসেবে অধিকার।

আছি বেঁচে মরা- আধ মরা হয়ে
স্বাধীন হয়ে আমাদের জীবন গেছে আবার,
পরাধীনতার কালো অধ্যায়ে ছেয়ে।

আমাদের করুন পরিণতির কথা জানে
ঐ বাংলার জারুল জামরুল আর দূর্বাঘাস,
আরো জানে ঐ মুক্ত আকাশের বিস্তর জোনাকিরা।

পঁচিশ তারিখের নির্মম জেনোসাইড
বাংলার দুংখ ব্যথিত চিত্ত,
পথে প্রান্তে রক্তের দাগ লেগে আছে কত্ত।

বিলে ঝিলে পড়ে আছে কত লাশ যত্রতত্র
বুলেটের নলের আঘাতে বাংলার মাঠ ঘাট
হয়ে গেছে তামা তামা,
মাঠে ঘাটে নেই কোনো সবুজ ফসল
হয়েছে পুড়ে ছারখার।

তবুও যা বাংলার ছিলো উৎপাদিত পণ্য
পাকিস্তানিরা সব খেয়ে করেছে নিজ নিজ জীবন ধন্য।

শাসক বর্গের ভাষ্য ছিলো
বাংলার মানুষ নয়, বাংলার মাটি চাই,
দীর্ঘ চব্বিশ বছর পাকিস্তানি শাসনে
বাংলায় বয়ে চলেছিলো নরকীয় স্বাদ।

রচনাকালঃ
২০-০৪-২০২০

জাহাঙ্গীর আলম অপূর্ব সম্পর্কে

জাহাঙ্গীর আলম অপূর্ব সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার নলছিয়া নামক গ্রামে ১০ ই জুন ২০০১ সালে জন্ম গ্রহণ করেন। তার লেখা গুলো বাস্তব ধর্মীয়। লেখা তার নেশা। সবচেয়ে বেশি ভালো লাগে কবিতা লিখতে। * চরম মুর্খ সেই যে শিক্ষা অর্জন করে নিজের মাতৃভাষা শুদ্ধ ভাবে বলতে পারে না । * আমার কাছে আনুষ্ঠানিক শিক্ষা পদ্ধতি থেকে অনানুষ্ঠানিক শিক্ষা পদ্ধতি শ্রেষ্ঠ।

4 thoughts on “নরকের স্বাদ বাংলায়

  1. বিবিধ ধারার লিখায় আপনাকে বেশ সাবলীল মনে হয়। ধন্যবাদ আপনার কবিতার জন্য। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।