নামছে_আঁধার

আঁধার নামছে, ফিকে হয়ে আসছে রঙ।
মনে যে উজ্জলতা একদিন ছিল,
তীব্র রোদে দিন যাপনের যে ইচ্ছা মনে
পোষণ করতাম। ইচ্ছার পূর্ণতা প্রাপ্তি
ঘটলো না, চোখের সামনে
হারিয়ে গেল অবিশ্বস্ত রোদ।

মড়কের আগে
পৌঁছাতে হবে সবুজ মাঠে এই আশায়
সারাজীবন এত যে ছুটাছুটি করলাম
কিছুই কী হাসিল হল! গন্তব্য, গন্তব্য করে
হেঁটেই গেলাম। গন্তব্য নাগালের বাইরে
থেকে গেল। বিশ্বস্ত সৈনিকের মত
যুদ্ধের ময়দানে শত্রুর মুখোমুখি
হয়েছিলাম, বিনা যুদ্ধে
ছাড় দেই নি সূচকে তবু
প্রাপ্তির খাতায় শুধুই শূন্যতা।

উচ্চাশার সলতে জ্বালাতে
ঝরিয়েছি গায়ের ঘাম, তেলের
পিপে নিয়ে অহোরাত্র ছুটাছুটি করেছি।
সব নিষ্ফল, সব অসার। যাবার সময়
হয়ে এসেছে সাড়ে তিন হাত আবাসে
থাকবে না প্রদীপ। নিঃস্ব নাবিকের মত
তলিয়ে যাব, কেউ মনে রাখবে না।

1 thought on “নামছে_আঁধার

  1. সব নিষ্ফল, সব অসার। যাবার সময়
    হয়ে এসেছে সাড়ে তিন হাত আবাসে
    থাকবে না প্রদীপ। নিঃস্ব নাবিকের মত
    তলিয়ে যাব, কেউ মনে রাখবে না। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।