প্রতীক্ষিত মা

ফুলে ফুলে ভরে গেছে ঐ পথের ধারের
পলাশ আর কৃষ্ণচূড়া গাছটা,
সেই কবে থেকে কোকিল গাইছে প্রাণ খুলে
ঐ জানালার পাশের স্রোতস্বিনীর ধারে গাছটায়।

কথা ছিলে এই বসন্তে খোকা তুই আসবি
ওহে খোকা আজ বসন্ত প্রায় শেষ,
তুই কেন আসছিস না কেন?
এই মা তো তোর প্রতীক্ষায় প্রহর গুনছে
দিবানিশি সতত,
খোকা তুই কবে আসবি বাবা
কবে আসবি,
আমি তো তোর জন্য বাসন্তী ফুলের স্তবক রেখেছি
কণ্টকাকীর্ণ গাছের সৌরভের ফুলে তৈরি।

খোকা সেই দিন নাকি রাজপথে ফুটপাতে হাজারো
ছাত্র জনতার উপর পাকিস্তানিরা মেশিনগান চালিয়েছে,
খোকা তুই কি সেখানে গিয়েছিলি বাংলা ভাষার জন্য
পাকিস্তানিরা তো বাংলার উর্দু ভাষার চাপিয়ে দিতে চেয়েছিল,
তা তো হাজারো ছাত্র জনতা সংগ্রাম করেছে।
খোকা তুই কবে আসবি বাবা,
কবে আসবি,
তুই মোর নাড়ি ছেঁড়া একমাত্র ধন,
খোকা তোর প্রতীক্ষায় আজ এই জনম দুঃখনী মা,
কবে আসবি তুই খোকা
কবে আসবি ।

রচনাকালঃ
৩১/০১/২০২১

জাহাঙ্গীর আলম অপূর্ব সম্পর্কে

জাহাঙ্গীর আলম অপূর্ব সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার নলছিয়া নামক গ্রামে ১০ ই জুন ২০০১ সালে জন্ম গ্রহণ করেন। তার লেখা গুলো বাস্তব ধর্মীয়। লেখা তার নেশা। সবচেয়ে বেশি ভালো লাগে কবিতা লিখতে। * চরম মুর্খ সেই যে শিক্ষা অর্জন করে নিজের মাতৃভাষা শুদ্ধ ভাবে বলতে পারে না । * আমার কাছে আনুষ্ঠানিক শিক্ষা পদ্ধতি থেকে অনানুষ্ঠানিক শিক্ষা পদ্ধতি শ্রেষ্ঠ।

4 thoughts on “প্রতীক্ষিত মা

  1. অসাধারণ শব্দচয়নে কাব্যিকতার এক অনন্য অনুভূতি।

  2. খোকা তোর প্রতীক্ষায় আজ এই জনম দুঃখিনী মা,
    কবে আসবি তুই খোকা
    কবে আসবি।

    ___ অসাধারণ এক আকুতি উঠে এসেছে লিখাটিতে। শুভেচ্ছা কবি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. হুম মনোমুগ্ধকর মন্তব্য করেছেন প্রিয় কবি 

      শুভকামনা রইল 

মন্তব্য প্রধান বন্ধ আছে।