ফাগুন এসে ফিরে গেলো

547292

ফাগুন এসে ফিরে গেলো,
মধুপের গুঞ্জন, প্রজাপতি রং,
ডানা মেলা পাখি বসন্ত বউরি,
এলোচুলে সুবেশী নারী, খোঁপায় গাঁদা,
ক্যাম্পাসে হাঁটা, ধুলো উড়া মেলায়
বিকেলের আড্ডা জমজমাট,
আকাশে চিকন একফালি চাঁদ,
মেঘেদের লুকোচুরি, কবিতার পংক্তিমালা।
সব সব সব বৃথা পন্ড হলো,
তুমি ফিরে আসোনি বলে।
তাই ফিরে গেলো,
বনে বনে ফাগুন
এসে ফিরে গেলো।

2 thoughts on “ফাগুন এসে ফিরে গেলো

  1. Eঅসাধারণ। অপার মুগ্ধতা ও শুভকামনা রইলো।

  2. বসন্তের অনেক অনেক শুভেচ্ছা প্রিয় কবি। আপনার উপস্থিতি আরও নিয়মিত হোক। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।