শ্রাবণের আসা যাওয়া

13

যতবার এই পথে সে আনাগোনা করে
জলভরা মেঘ হয়ে জাপটে ধরে
পা দুটো অবশ হয়ে যায়
নিজে কাঁদে আমাকেও কাঁদিয়ে দিয়ে যায়

চোখের পাতায় রেখেছে শ্রাবণ
অতিথি বাতাস হয়ে ফিরে ফিরে আসে
নির্বিবাদে ছড়িয়ে পড়ে বৃষ্টি সুবাস
তমিস্রা রাত্রে করতলে কিছু স্বপ্ন ফিরিয়ে দেয়।

4 thoughts on “শ্রাবণের আসা যাওয়া

  1. শ্রাবণের আসা যাওয়ায় …
    নির্বিবাদে ছড়িয়ে পড়ে বৃষ্টি সুবাস
    তমিস্রা রাত্রে করতলে কিছু স্বপ্ন ফিরিয়ে দেয়। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. অশেষ ধন্যবাদ প্রিয় বন্ধু, শুভেচ্ছা রইল ।

    1. ভালোলাগার জন্য অনেক ধন্যবাদ । শুনে প্রীত হলাম ।

মন্তব্য প্রধান বন্ধ আছে।