রূপকথা নয়

একটা গল্প বলার কথা ছিল কবের থেকে
আজকে সেটাই বলার ফুরসৎ —
মোগলমারী গ্রামের আমার বিপদবারণ মিতার
দুহাত ঠেলে কাল পেরোবার সার্কাসী কসরৎ।

ছালছাড়ানো শতাব্দীটার অঙ্গজোড়া ব্যাধি
উবে গেছে বছর থেকে অঘ্রাণী ধান ঘ্রাণ
হাতেপায়ে বুক রগড়ে ধুলোর পাহাড় ছেনেও
পায়নি কোথাও আদিম জ্বালার নিকষ পরিত্রাণ —

মিতার থেকে হাত বাড়ালেই মিল পেয়ে যায় চিতা,
দখিন দামোদরে সেদিন দাহন- খান্ডব
আগুন পোড়ায় ধূ ধূ উধাও আজন্ম লাঞ্ছনা
চরাচরে গৃধিনীদের বিশুদ্ধ তান্ডব।

2 thoughts on “রূপকথা নয়

  1. বরাবরের মতো স্বতন্ত্র ঘরানার লিখন উপহার দিয়েছেন প্রিয় কবি বন্ধু। শুভ সকাল। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  2. দারুণ লিখেছেন, কবি দিদি। 

    শুভকামনা থাকলো।

মন্তব্য প্রধান বন্ধ আছে।