আমি ইদানীং মার্কা মারা হয়ে যাচ্ছি
কোন বিচিত্র নাই, নাই নতুন কোন চিন্তা।
মুখ খুললেই সবাই বুঝে নেয়
কি বলতে চাচ্ছি। হাত উঠালেই
বুঝে নেয় কোথায় আনুগত্য।
নিজের প্রতি বিতৃষ্ণা জন্মে যাচ্ছে
অভ্যস্ত জীবনে অভ্যস্ত হয়ে যাচ্ছি।
অথচ প্রচুর সম্ভাবনা নিয়ে হাজির হয়েছিলাম
তেজি ঘোড়ার দাপট ছিল শরীরে।
বদলে দেয়ার স্পৃহা, সবকিছু
নতুন করে শুরু করব বলে
দীর্ঘ প্রস্তুতি নিয়ে এসেছিলাম।
কিছুই বদলানো হলো না, পরিপাশ
আমাকেই বদলে ফেলল।
আমি ইদানিং প্রচণ্ড আমিময় হয়ে যাচ্ছি,
বিদ্রোহের যে আগুন মনে ছিল
সে আগুন নিঃশেষ হয়ে গেছে,
আপোষহীন এই আমি
আজ আপসকামী হিসেবে চিহ্নিত।
আজ আমি একেবারেই সাধারণ হয়ে গেছি
আজ আমাকে কেউ আর পুছে না।
আপোষহীন এই আমি
আজ আপসকামী হিসেবে চিহ্নিত।
আজ আমি একেবারেই সাধারণ হয়ে গেছি
আজ আমাকে কেউ আর পুছে না।
বাহ্ চমৎকার প্রকাশ।