আমি জানি

কী করে চাঁদ ডুবে সুর্য উঠে যায়
তোমায় ভেবে ঘুমাতে না পেরে সকাল হয়ে যায়
কাঁপতে থাকে ঠোট ছলোছলা দু নয়ন
আবেগে ভেসে যায় ভালোবাসার পিপাসিত মন
তা কেউ না জানলেও, আমি জানি।

সময়ের সাথে বদলে যেতে থাকে সুর্যের তাপ
দুপুরের উত্তপ্ত রৌদ হয় বিকেলের মিষ্টি রৌদ্দুর
কী করে ভাবলেশহীন চোখ তাকিয়ে থাকে বিছানার ওপাশে
লোমগুলো দাড়িয়ে তালাশ করে কী কেন কীভাবে
তা কেউ না জানলেও, আমি জানি।

কী করে জীবন রঙধনু থেকে হয়ে যায় মনখারাপী আকাশ
কালো মেঘে ঢেকে যায় সুখের যত আবেগ অনুভুতি
পোড়ামন সুতো কাটা ঘুড়ির মতো অজানা গন্তব্যে উড়ে
এক এক করে সুখের তারারা কেন খসে পরে
তা কেউ না জানলেও, আমি জানি।

আমি জানি, কীভাবে পরিবর্তন মানুষকে ভালো রাখে
জিন্দা লাশের মতো অনুভূতিহীন করে বাচিয়ে রাখে।
আমি জানি, অনেক বছর পরে কবরে শুয়ে থাকবে
দুটি লাশ। জীবাশ্ম হয়ে
কোন একদিন যদি আবারও পাশাপাশি দাড়ানোর
সুযোগ আসে। সেই আশায়।

মহাশয় সম্পর্কে

মহাশয় আমার ছদ্মনাম। আমি ভারতীয়। ছদ্মনাম নেওয়ার পেছনে কারণ দ্বিধাহীনভাবে যা ইচ্ছা লিখতে পারার সুবিধা। অনেক সময় আসল পরিচয়ে স্বাধীনভাবে লেখা যায় না। আমি জীবনানন্দ দাসের মতো মনে করি না কেউ কেউ কবি। আমি মনে করি সবাই কবি। প্রতিটা মানুষ প্রেমে-বিরহে, সুখে-দুখে, বিপদে-দুশ্চিন্তায় যখন আবেগী হয় তখন হৃদয়ে কবিতা নেমে আসে। তখন চাইলেই যে কেউ কবিতা লিখে ফেলতে পারে। শিক্ষার বা জ্ঞানের কারণে অনেকের কবিতায় আকর্ষণীয় শব্দ বা বাক্য থাকে না। তবে সেই সময় তারা যা লিখে তা অবশ্যই কবিতা। সবাইকে আমার ব্লগে স্বাগতম।

6 thoughts on “আমি জানি

  1. পরিচ্ছন্ন রোম্যান্টিক কবিতাটি যথেষ্ঠ সুন্দর এবং গোছানো। শুভেচ্ছা প্রিয় মহাশয়। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. অনেক ধন্যবাদ মুরুব্বী সাহেব।

      শুভেচ্ছা নিন https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

  2. আপনি একা জানবেন কেন!  সবাই জানি। কিন্তু আপনার ভাষা প্রকাশ ভঙ্গি সব মিলিয়ে আপনার জানাটা হয়ে উঠেছে সার্বজনীন।  

    ভালো লেগেছে।  ভালো থাকবেন।  

    1. অশেষ ধন্যবাদ কবি। আপনার মন্তব্য পেয়ে ভালো লাগলো।

      শুভেচ্ছা ও ভালোবাসা জানবেন https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।