প্রিয় কবিতাগুলো আজ আর প্রিয় নেই
অমাবস্যার ঘুটঘুটে অন্ধকার রাতের মতোন
কদিন পর পর সেও শহরে নাইওর যায়;
সেই শহর যেখানে কোনোদিন চাঁদ উঠে
না, সূর্য উঠে না!!
সেই কোন্ প্রাগৈতিহাসিক কালে জন্ম নেয়া
সকাল চলতে থাকে, চলতেই থাকে, সন্ধ্যা হয় না;
অজ্ঞাতবাসে চলে যায় নীরবরাত্রির ট্রেন
যাত্রীরা কেউ দিন বুঝে না, রাত বুঝে না…
কেবলই সমুদ্র সাম্পান—-!!
মৃত সী-গালের জন্য কোনো শোক নেই
আজকাল কবিতাও নারী এবং পুরুষ জাত;
হস্তরেখায় ভবিষ্যৎ দেখে———-!!
প্রিয় কবিতাগুলো আজ আর প্রিয় নেই।
___ এটাই আমাদের জীবনের অনুভবীয় সেরা সত্য। শুভেচ্ছা রইলো কবি।
আন্তরিক ধন্যবাদ ভাইয়া
অসাধারণ লিখেছেন ,
আন্তরিক ধন্যবাদ