আমি কৃতঘ্ন মোহাম্মদী বেগের কথা বলছি,
আমি মসনদের পাশে দাঁড়িয়ে থাকা বিশ্বাস ঘাতক মীর জাফরের কথা বলছি,
আমি বক্সারের যুদ্ধের কথা বলছি,
আমি দ্বৈত শাসন আর ভয়াবহ দুর্ভিক্ষের কথা বলছি,
আমি চিরস্থায়ী বন্দোবস্ত আর সুবিধা ভোগীদের কথা বলছি,
আমি ফকির সন্নাসী আন্দোলনের কথা বলছি,
আমি তিতুমীরের সংগ্রাম আর বাঁশে কেল্লার কথা বলছি,
আমি নীল চাষীদের নির্যাতন আর নীল বিদ্রোহের কথা বলছি,
আমি ফরায়েজি আন্দোলন আর নবজাগরণের কথা বলছি,
আমি সিপাহি মঙ্গল পান্ডের কথা বলছি,
আমি বঙ্গভঙ্গ আর বঙ্গভঙ্গ রদের কথা আলছি,
আমি স্বদেশী আন্দোলনের কথা বলছি,
আমি খিলাফত আর অসহযোগ আনদোলনের কথা বলছি,
আমি ক্ষুদিরাম, মাস্টারদা, প্রীতিলতার কথা বলছি।
4 thoughts on “পলাশী থেকে মুক্তিযুদ্ধ ( ইংরেজ শাসনামল ও আন্দোলন)”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
ধন্যবাদ। শুভ হোক ব্লগিং।
শুভকামনা রইল
খুব সুন্দর। খুব ভাল লাগলো কবিতাটি।
শুভকামনা রইল