২৬শে মার্চ

এইদিন আমাদের দিয়েছিল সূর্য
অধিকার আদায়ের সেই রণতূর্য
বেজেছিল এইদিন
অধিকারে সংগ্রামে আমরাই এইদিনে
নিজস্ব স্বত্বা নিজেকেই নেই চিনে
আঁধার মাড়িয়ে যেতে
আমরা দাঁড়িয়ে যাই
আমাদের স্বাধিকার আমরাই নেই কিনে।

এইদিনে পরিচয় করি উন্মুক্ত
ডুব দেই পুনরায় শিকড়ের গভীরে
এইদিনে দিক-ভুলা সেই সব পাখিরা
পুনরায় এঁকে যায় মানুষের ছবিরে।

এইদিন পিতা তাঁর তর্জনী দেখালে
সবুজের মাঠ ভরে মানুষের রক্তে
রক্তের নদীতে উর্বরা হলে মাঠ
মরা লাগে হানাদার ইবলিসি তক্তে।

এইদিন বাঙালি রাস্তায় নামল
এইদিনে দেশ আর পতাকারে কিনল
শ্বাপদের দাপটেও ডরে না যে বাঙালি
এইদিনে হানাদার বাঙালি চিনল।

বৃক্ষের সজীবতা এইদিনে পেয়েছি
এইদিনে পেয়েছি মুক্তির মন্ত্র
এইদিনে পতাকায় উড়িয়েছি নিজেকে
এইদিনে সুখী হয় বাঙালির অন্ত্র।

2 thoughts on “২৬শে মার্চ

  1. এইদিনে পেয়েছি মুক্তির মন্ত্র
    এইদিনে পতাকায় উড়িয়েছি নিজেকে
    এইদিনে সুখী হয় বাঙালির অন্ত্র। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।