নেগেটিভ

nCov-N

কচরিফুল সেদিন স্বপন রাতছিল ক্ষীণ
পাখিদের গান নেই, ভোরের আলো নেই-
সারা শরীরটা জুড়ে করোনার বার্তা এলো;
তারপর শুরু হলো যুদ্ধ দীর্ঘ ১৮দিন দুঃশ্চিন্তা !!

কোন ভাবনা নেই, কবিতারা যেনো মৃত প্রায়
যুদ্ধ করতে করতে এই বুঝি শহীদ হওয়া
শ্লোগান শুনা যায় তারপর হঠাৎ নিশ্বাস ফিরে
এলো- করোনা পজেটিভ থেকে নেগেটিভ।

এভাবেই অন্ধকার ঘর হবে রঙিন সাজ, সবই
আগের মত চলবে সবার হোক করোনা নেগেটিভ।

১৩ চৈত্র ১৪২৬, ২৭ মার্চ ২১
————————–

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

5 thoughts on “নেগেটিভ

  1. কবিতার কথা গুলোন যদি যাপিত জীবনের অংশ হয়ে থাকে তাহলে বলবো … গেট ওয়েল সুন। জলদি সুস্থ্য হয়ে উঠুন প্রিয় বাউল কবি মি. আলমগীর সরকার। জেনারালি হলে কল্পনা শক্তির প্রসংশা করবো। ভালো থাকবেন এই শুভেচ্ছা সার্বক্ষণিক। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. জ্বি মুরুব্বী দা

      কবিতা কথাগুলো সত্য এখন একটু সুস্থ্য অফিস করছি

      ভাল ও থাকবেন

  2. সুস্থ থাকুন কবি,সুস্থ হউক আমাদের পৃথিবী।❤️

মন্তব্য প্রধান বন্ধ আছে।