স্বাধীনতা খুঁজি আমি পাখির মাঝে
স্বাধীনতার স্বাদ প্রত্যাশা করি মনুষ্য কপালে।
কী পেলাম সবাই হিসাব করে মনোযোগ দিয়ে,
কিন্তু কী দিলাম দেশকে হিসাব করে ক’জনে।
স্বাধীনতা আলমারিতে সাজিয়ে রাখা মধুর স্মৃতি,
বিবর্ণ কালো ধুসর হলে বছরে একবার দেখি।
এই দিনে ভেবে না পাই স্বাধীনতা কোথায় রাখি
তাইতো সবাই মিলে ফুল আর কথার বাহার মেলি।
মধু আহরণ করতে খেতে হয় মৌমাছির কামড়
মধুর চেয়ে মিষ্টি আর উপকারী কোনো কিছু নাই।
স্বাধীন হতে গিয়ে গেলো শত শত প্রাণ, অথচ
কিছু লোক বলে স্বাধীনতা নাকি তাদের অবদান।
স্বাধীন দেশে স্মৃতিসৌধে রাজা রাণীর ভিড়ে
প্রজারা সবাই চুপ করে চেয়ে চেয়ে দেখে।
স্বাধীনতা খুজে কিছু লোক দেশের সিংহাসনে
সাধারণ লোক ছুটে চলে ক্ষেত আর খামারে।
দেশের বুকে লাশের সারি, নিজের দেশে পরাধীন
পঞ্চাশ বছর পেরিয়ে গেলেও কে বললো দেশ স্বাধীন।
এমন করে শোষণ জুলুম চলবে আর কত দিন।
৩০-০৩-২০২১।
দেশের বুকে লাশের সারি, নিজের দেশে পরাধীন
পঞ্চাশ বছর পেরিয়ে গেলেও কে বললো দেশ স্বাধীন।
এমন করে শোষণ জুলুম চলবে আর কত দিন।
ভালোবাসা ও আন্তরিক শুভ কামনা আপনার জন্য।
সুন্দর লেখা।
শুভকামনা রইল।
সুপ্ত প্রতিবাদ। শুভ কামনা প্রিয় কবি।
অসাধারণ প্রতিবাদের ভাষা।