হযবরল

১.
তোমায় ভালোবাসি প্রিয়া আগের জন্ম থেকে
মুখেও বাত পায়েও বাত অপেক্ষাতে রেখে
নত হব না তোমার পাশে যদিও পুত্র সমান
কাটব কচু খাওয়াব কচু রুস্তম মোর নাম।

২.
নধর আমার শরীরখানি রাখি তাদের তরে
তোমার জন্য আনি প্রিয়া গবাদি পশু ধরে
তবুও যদি তাকাও তুমি অন্য কোনো দিকে
বুকে আমার হাঁপর ধরে বাঁচি ছদ্মসুখে।

4 thoughts on “হযবরল

  1. যদি তাকাও তুমি অন্য কোনো দিকে
    বুকে আমার হাঁপর ধরে বাঁচি ছদ্মসুখে।
    ___ বাহ্ প্রিয় কবিবন্ধু। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।