প্যালেস্টাইনের স্বাধীনতা

স্বাধীনতা তুমি বড় অবাধ্য শব্দ,
তুমি তো পরাধীন জাতির কাছে,
সহজে আসতেই চাও না।
তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা
প্যালেস্টাইনের মায়ের চোখে নেই নিদ্রা,
শুধু আর্তনাদ, আর আর্তনাদ ।
সেই মা শুধু জানেন স্বাধীনতা কি?
কত বোন সম্ভ্রম হারিয়ে আত্মা চিৎকার করছে,
ভাইয়া আমাকে বাঁচাও বাঁচাও বলে,
সেই বোন জানেন স্বাধীনতা কি?
আর কত দিন প্যালেস্টাইনের গগন থেকে,
ঝরবে অগ্নির ঝিরিঝিরি বারিধারা।
সেই প্যালেস্টাইনের আমজনতা জানেন স্বাধীনতা কি,
আর পরাধীনতা কি?
তারা তাদের অধিকার স্বাধীকার চাই,
স্বাধীনতা চাই, স্বাধীনতা।
তাই তাদের সকলের কাম্য প্যালেস্টাইনের স্বাধীনতা।

রচনাকালঃ
০১/০৩/২০২১

জাহাঙ্গীর আলম অপূর্ব সম্পর্কে

জাহাঙ্গীর আলম অপূর্ব সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার নলছিয়া নামক গ্রামে ১০ ই জুন ২০০১ সালে জন্ম গ্রহণ করেন। তার লেখা গুলো বাস্তব ধর্মীয়। লেখা তার নেশা। সবচেয়ে বেশি ভালো লাগে কবিতা লিখতে। * চরম মুর্খ সেই যে শিক্ষা অর্জন করে নিজের মাতৃভাষা শুদ্ধ ভাবে বলতে পারে না । * আমার কাছে আনুষ্ঠানিক শিক্ষা পদ্ধতি থেকে অনানুষ্ঠানিক শিক্ষা পদ্ধতি শ্রেষ্ঠ।

2 thoughts on “প্যালেস্টাইনের স্বাধীনতা

  1. বহুধা লিখায় আপনাকে বেশ স্বাচ্ছন্দ লাগে। ভালো লিখেন। অভিনন্দন সহ শুভ সকাল। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।