মাঝে মাঝে আকাশের রংটাও বদলাতে দেখেছি,
কখনও কখনও লাল হলুদে মিশে যেতে দেখেছি
আবার পুরো নীল আকাশটা কালো হতে দেখেছি
কখনও কখনও রেগেমেগে বৃষ্টি ঝরাতে দেখেছি
সময়তে আকাশটাকে ভীষণ রাগে কাঁপতে দেখেছি
সেসময় আকাশের চারদিকে প্রলয় নিত্য দেখেছি
বৃষ্টির আর বাতাসের সাথে বজ্র ফেলতে দেখেছি
পূর্ণিমা রাতে চাঁদের সাথে পাশা খেলতে দেখেছি
সেসময় সাথের তারাদের মিটিমিটি হাসি দেখেছি
কখনও কখনও খুশিতে সূর্যকে নিয়ে খেলতে দেখেছি
এসময় মেঘেদের নির্ভয়ে আকাশে ভাসতে দেখেছি
পরন্তু বিকেলে সূর্যের বিদায় লগ্নে সাজতে দেখেছি
আবার মহান স্রষ্টার গুণকীর্তন করে হাসতেও দেখেছি!
পরন্তু বিকেলে সূর্যের বিদায় লগ্নে সাজতে দেখেছি
আবার মহান স্রষ্টার গুণকীর্তন করে হাসতেও দেখেছি!
ঝর্ণার মত ছন্দোময়ে শৈল্পিক কারুকাজ।