সখী শুধু তোমাকে পেলে,
আমি কোনো দিন আর কষ্ট বিরহের কথা বলব না।
তোমায় নিয়ে সদা আনন্দে বিহ্বল থাকব।
সখী শুধু তোমাকে পেলে,
আমি চাতক পাখির মতো শুচিশুদ্ধ হয়ে থাকব,
কোনোদিন অশুদ্ধ হব না ।
সখী শুধু তোমাকে পেলে,
আমি হাজারো ক্রীতদাসকে আযাদ করব,
হাসি মুখ দেখার জন্য।
সখী শুধু তোমাকে পেলে,
আমি আর বাঁশির সুরে মোহিত হব না,
তোমার কন্ঠ শুনব সদা।
সখী শুধু তোমাকে পেলে,
সপ্ত পাথার পারি দিয়ে আসব,
আলিঙ্গনের জন্য।
রচনাকালঃ
১০/০৪/২০২১
কাব্যে উজ্জ্বলতা অটুট থাকুক হামেশা
শুভকামনা রইল সদা প্রিয় কবি
রোম্যান্টিক কবিতায় প্রাণঢালা শুভেচ্ছা প্রিয় কবি অপূর্ব।