ওহে কামার, ওহে কুমার, ওহে চাষা শ্রমিক ভাই,
তোমাদের মতো দেব্যতুল্য মানুষ ধরায় আর নাই।
তোমাদের হাত ধরে হয়েছে সভ্যতার উত্থান,
তাই সম্মিলিত কন্ঠে গাওয়া উচিত তোমাদের জয় গান।
তোমাদের বক্ষে ভর করে চলে এই ধরার সকল গনি,
করে শুধু শোষণ দেয় না কখনো কোনো ন্যায্য সম্মানী।
তোমাদের শ্রমে আজ গড়েছে আধুনিক সভ্যতার ভিত,
নানা নির্যাতনের রেখাচিহ্ন লেগে আছে এই যে তোমার পিঠ।
কোনো দিন তোমার করেনি তার বিরুদ্ধে প্রতিবাদ,
নিভৃতে কাঁদে বলেছে আহাদ আহাদ।
রচনাকালঃ
১৬/০১/২০২১
আপনার লেখার হাত ভালো
অনেক সুন্দর মন্তব্য।
লেখার অনুপ্রেরণা পেলাম।
শুভকামনা রইল
সুন্দর একটি জাগরণী কবিতা।
শুভ বাংলা নববর্ষ কবি জাহাঙ্গীর আলম অপূর্ব। 
অপূর্ব মন্তব্য করেছেন প্রিয় কবি।
শুভকামনা রইল সদা।