চাষা শ্রমিক

ওহে কামার, ওহে কুমার, ওহে চাষা শ্রমিক ভাই,
তোমাদের মতো দেব্যতুল্য মানুষ ধরায় আর নাই।

তোমাদের হাত ধরে হয়েছে সভ্যতার উত্থান,
তাই সম্মিলিত কন্ঠে গাওয়া উচিত তোমাদের জয় গান।

তোমাদের বক্ষে ভর করে চলে এই ধরার সকল গনি,
করে শুধু শোষণ দেয় না কখনো কোনো ন্যায্য সম্মানী।

তোমাদের শ্রমে আজ গড়েছে আধুনিক সভ্যতার ভিত,
নানা নির্যাতনের রেখাচিহ্ন লেগে আছে এই যে তোমার পিঠ।

কোনো দিন তোমার করেনি তার বিরুদ্ধে প্রতিবাদ,
নিভৃতে কাঁদে বলেছে আহাদ আহাদ।

রচনাকালঃ
১৬/০১/২০২১

জাহাঙ্গীর আলম অপূর্ব সম্পর্কে

জাহাঙ্গীর আলম অপূর্ব সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার নলছিয়া নামক গ্রামে ১০ ই জুন ২০০১ সালে জন্ম গ্রহণ করেন। তার লেখা গুলো বাস্তব ধর্মীয়। লেখা তার নেশা। সবচেয়ে বেশি ভালো লাগে কবিতা লিখতে। * চরম মুর্খ সেই যে শিক্ষা অর্জন করে নিজের মাতৃভাষা শুদ্ধ ভাবে বলতে পারে না । * আমার কাছে আনুষ্ঠানিক শিক্ষা পদ্ধতি থেকে অনানুষ্ঠানিক শিক্ষা পদ্ধতি শ্রেষ্ঠ।

4 thoughts on “চাষা শ্রমিক

    1. অনেক সুন্দর মন্তব্য। 

      লেখার অনুপ্রেরণা পেলাম। 

      শুভকামনা রইল 

  1. সুন্দর একটি জাগরণী কবিতা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif শুভ বাংলা নববর্ষ কবি জাহাঙ্গীর আলম অপূর্ব। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

    1. অপূর্ব মন্তব্য করেছেন প্রিয় কবি। 

      শুভকামনা রইল সদা। 

মন্তব্য প্রধান বন্ধ আছে।