সভ্যতার শির ঘ্রাণঃ দল-শ্যাওলা জলের পাতাল-
অথচ মনুর পুত্র নেয়ে ওঠে দশ- পাঁচটার রাঙা ফার্মেসে,
মানবীও ভাত রাঁধে লোনা ঘামে সিক্ত করে তার,
ব্যঞ্জনে ব্যাঞ্জনা মেশে মানবিকতার,
রক্তে ঘামে ভাতটি মেখে অমৃত আস্বাদ,
দু’হাতে পশুকে ঠেলে সভ্যতাকে করেছে আড়াল।
সভ্যতার শির ঘ্রাণঃ দল-শ্যাওলা জলের পাতাল-
অথচ মনুর পুত্র নেয়ে ওঠে দশ- পাঁচটার রাঙা ফার্মেসে,
মানবীও ভাত রাঁধে লোনা ঘামে সিক্ত করে তার,
ব্যঞ্জনে ব্যাঞ্জনা মেশে মানবিকতার,
রক্তে ঘামে ভাতটি মেখে অমৃত আস্বাদ,
দু’হাতে পশুকে ঠেলে সভ্যতাকে করেছে আড়াল।
মন্তব্য প্রধান বন্ধ আছে।
সুন্দর ও সুশোভন সাহিত্য।
ব্যঞ্জনে ব্যাঞ্জনা মেশে মানবিকতায়। অসাধারণ উপমা।