আমার দেশের সোনার ছেলে
মাঠে ফলায় ধান,
কষ্ট ভোলার জন্য ধরে
আহা মধুর গান।
গাত্র পোড়ে সোনার ছেলের
সবারে দিতে অন্ন,
এমন ছেলে কে না চাই বল
এই জগতের জন্য।
রচনাকালঃ
১৪/০৪/২০২১
আমার দেশের সোনার ছেলে
মাঠে ফলায় ধান,
কষ্ট ভোলার জন্য ধরে
আহা মধুর গান।
গাত্র পোড়ে সোনার ছেলের
সবারে দিতে অন্ন,
এমন ছেলে কে না চাই বল
এই জগতের জন্য।
রচনাকালঃ
১৪/০৪/২০২১
মন্তব্য প্রধান বন্ধ আছে।
শুভ সকাল কবি জাহাঙ্গীর আলম অপূর্ব। বিশ্বের এই ক্রান্তিকালে নিরাপদে থাকুন।
শুভকামনা রইল প্রিয় কবি।
ভালো থাকুন সদা।