ছাপাখানা থেকে শব্দরা দোল খায়
এত জ্যান্ত তাজা
কপালের টিপ হরফের মতো;
দীর্ঘদেহী ক্যাম্বাসে ভেসে উঠছে
বকুলঘ্রাণে মুখ, মনে পড়ে-রায়
জমাট ভাষা জড়ায়ে মিশ্রিত প্রেম
তোমার স্মৃতির নথিছায়া এখানে
এই শহরে সুরালোলিত রোদ
জ্বলজ্বলে এক সিঁথি ধরে
নেমে যাচ্ছে হাওয়াদের আয়োজন
ডুমুরফুলের কোলাহলময়ী সংসার!
.
১৮ এপ্রিল ২১ | ♥
নান্দনিক কবিতার নির্মাণ।
ছোট ছোট কথায় অসামান্য কবিতায় প্রাণঢালা শুভেচ্ছা ভালোবাসা প্রিয় কবি।