শুকনো ডালে শক্তি কোথা
বেশি ওজন সহে,
তাজা ডালের শক্তি বেশি
শুকনো ডালে নহে।
পাখ-পাখালি ভরসা করে
তারি ডানার ‘পরে,
ঝড়-তুফানে ভীত নয় সে
মরে না তাই ডরে।
নিজের বলে পথ চললে
রয় না ভীতি মনে,
অধীনতয়া দুঃখ আনে
বলেন জ্ঞানীজনে।
ভরসা করো আত্মবলে
বাঁচতে হলে ভবে,
বাসবে ভালো তোমায় সবে
জীবনে সুখ রবে।
পাখির মতো আমরা হবো
উড়বো স্বীয় বলে,
নিজের পায়ে এগিয়ে গেলে
সুফল তবে ফলে।
.
মাত্রাবিন্যাস : স্বরমাত্রিক : ৫+৫/৫+২ এবং ৪+৪/৪+২
পাখির মতো আমরা হবো
উড়বো স্বীয় বলে,
নিজের পায়ে এগিয়ে গেলে
সুফল তবে ফলে।
মনোমুগ্ধকর ভালো লাগল ।