স্মৃতির ডায়েরি

আমার তেমন কোনো স্মৃতি বিজড়িত কিছু নেই,
আছে শুধু ভগ্ন টেবিলের কোণে
ধূলোবালি সংযুক্ত একটি ডায়েরি,
তাতে কোনো সুখের কথা লেখা নেই,
নেই কোনো সাফল্যের কথা লেখা।
লেখা আছে কষ্টের জর্জরিত দিন গুলোর কিছু কথা,
যা আমি সম্পূর্ণ লিখতে পারিনি,
লিখতে গেলে চলে আসে বুক ফাটা চিৎকার।
জীবনের সংগ্রামের কথা দিয়ে ভরা,
সেই কথা গুলো লেখা আছে ডায়েরি স্বল্প পাতায়।

ডায়েরি খানি খুলেই আজও ভেসে আসে,
সেই রক্তরঞ্জিত ডায়েরির ভগ্ন পৃষ্ঠা গুলো
যা আমায় অতীব গভীর ভাবায়।
তবুও সেই ডায়েরি খানি টেবিলের কোণে
ধুলোবালি সাথে আলিঙ্গন করছ।
ডায়েরি খানি আমার অতীত স্মৃতি কিছুটা,
স্মরণ করাবে পর প্রজন্মকে।

রচনাকালঃ
১৪/০৪/২০২১

জাহাঙ্গীর আলম অপূর্ব সম্পর্কে

জাহাঙ্গীর আলম অপূর্ব সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার নলছিয়া নামক গ্রামে ১০ ই জুন ২০০১ সালে জন্ম গ্রহণ করেন। তার লেখা গুলো বাস্তব ধর্মীয়। লেখা তার নেশা। সবচেয়ে বেশি ভালো লাগে কবিতা লিখতে। * চরম মুর্খ সেই যে শিক্ষা অর্জন করে নিজের মাতৃভাষা শুদ্ধ ভাবে বলতে পারে না । * আমার কাছে আনুষ্ঠানিক শিক্ষা পদ্ধতি থেকে অনানুষ্ঠানিক শিক্ষা পদ্ধতি শ্রেষ্ঠ।

2 thoughts on “স্মৃতির ডায়েরি

  1. আপনার জন্য একরাশ শুভ কামনা প্রিয় কবি জাহাঙ্গীর আলম অপূর্ব। শুভ সকাল। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।