বছর ঘুরে এল ফিরে নতুন শুভক্ষণ,
সবাই নাচে আপন ধাঁচে নাচে সবার মন।
নতুন রবি নতুন ছবি নতুন পথে চলা,
পিছে ফেলা কথার মেলা নতুন ভাবে বলা।
যত ব্যথা দুঃখ কথা ছিল না যা বলা,
দুরে ঠেলে সবই ভূলে নতুন পথে চলা।
স্বপ্নে দেখা আলোর রেখা মিলায় যদি রাতি,
নতুন দিনে নতুন ক্ষনে জ্বালাই আশার বাতি।
জুলুম লোভ হিংসা ক্ষোভ সবই আজ ভূলে,
নতুন পথে আপন রথে সবই পিছে ফেলে।
আর্তি ভরা জীর্ণ ধরা সাজাই নতুন রঙে,
প্রত্যাশা আজি করে আরজি সাজাও নতুন ঢঙে।
6 thoughts on “প্রত্যাশা”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
"আর্তি ভরা জীর্ণ ধরা সাজাই নতুন রঙে,
প্রত্যাশা আজি করে আরজি সাজাও নতুন ঢঙে।"
ভালো থাকুন নিরাপদে থাকুন আবারও প্রকৃতি ফিরুক বিশ্বাসে এই শুভেচ্ছা কবি।
ধন্যবাদ, শ্রদ্ধেয় মুরুব্বী।
চমৎকার পরিবেশনা
শুভ কামনা কবি।
ধন্যবাদ। নিরন্তর শুভকামনা।
চমৎকার লিখেছেন কবিতা।
শুভকামনা রইল
ধন্যবাদ, শুভ কামনা নিরন্তর।