নৈঃশব্দ্য অক্ষর পরে সন্ধ্যার দিকে যাচ্ছি
এ যাতায়াত পাখির মতো;
নিশ্চুপ বৃক্ষ পোষাকে
মাখো মাখো ঘ্রাণ জড়ায়ে
তোমার মুখ দেখে দাঁড়াবো
প্রত্যেক গোলাপ গাছ ধরে
দুধ সাদা পাপড়ি ভেজানো
জংলি বৃষ্টির নুহ সাগরে, ছুঁতে-
তোমার কোজাগরী রূপ, অদৃশ্য চুম্বন!
নৈঃশব্দ্য অক্ষর পরে সন্ধ্যার দিকে যাচ্ছি
এ যাতায়াত পাখির মতো;
নিশ্চুপ বৃক্ষ পোষাকে
মাখো মাখো ঘ্রাণ জড়ায়ে
তোমার মুখ দেখে দাঁড়াবো
প্রত্যেক গোলাপ গাছ ধরে
দুধ সাদা পাপড়ি ভেজানো
জংলি বৃষ্টির নুহ সাগরে, ছুঁতে-
তোমার কোজাগরী রূপ, অদৃশ্য চুম্বন!
মন্তব্য প্রধান বন্ধ আছে।
চমৎকার প্রকাশ
স্বচ্ছ সরল কবিতায় একরাশ শুভমিতি কবি টিপু সুলতান। শুভ সকাল।