মৃত্যু কূপ

63_n

শোক হারিয়েছে শোকেরই চাপে,
কান্না থেমে গেছে কান্নারই মৃত্যু কূপে
মুখের ভাষা নাই
বুকের স্পন্দনে ভীষণ ক্ষোভ;
রক্ত ঘাম করে অন্ন জোগায় যে মানুষ
তার তো আর কিছুতেই ছিলনা লোভ!

রক্তের উপর দাঁড়িয়ে করছে নিঃশ্বাসের রোধ
জীবনের দাম হাঁকাচ্ছে সমাজ দেবতারা
রক্তে ঘামে মিটিয়ে দিয়েছি যার শোধ।

দাউদুল ইসলাম সম্পর্কে

সব সময় নিজেকে বলি- মানুষ হবি যদি- অন্ধকার ঘরে যখন একা থাকবি তখন নিজেকে জিজ্ঞেস করে নিস তুই কতটা মানুষ। কতটা তোর সভ্যতা কতটা তোর ভদ্রতা! স্নান ঘরে যখন একা শাওয়ারের নিচে দাঁড়াস- তখন নিজেকে জিজ্ঞেস করিস কত টা আছে তোর মনুষত্বের রুচি! জিজ্ঞেস করিস কতটা তুই ভদ্র, সভ্য!

2 thoughts on “মৃত্যু কূপ

  1. জীবনের দাম হাঁকাচ্ছে সমাজ দেবতারা
    … রক্তে ঘামে মিটিয়ে দিয়েছি যার শোধ। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।