একটি সংবিধান

আমি একটি সংবিধানের কথা লিখছি,
যে সংবিধান বিনির্মাণের পশ্চাতে রয়েছে,
সুদীর্ঘ করুণ ইতিহাস।
যে সংবিধান রচিত হয়েছে লক্ষ শহিদের রক্তে,
ইজ্জত হারা মা ও বোনের আত্মা চিৎকার।
যার রয়েছে একশত তিপ্পান্ন অনুচ্ছেদ
একটি প্রস্তাবনা ও এগারো ভাগে বিভক্ত।
জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ধর্ম নিরপেক্ষতা
সেই সংবিধানের অনন্য প্রধান বৈশিষ্ট্য।
ভারত ও যুক্তরাষ্ট্রের সংবিধানের ধারায় রচয়িতা
সেই সংবিধান খানি।

রচনাকালঃ
২৫/০৪/২০২১

জাহাঙ্গীর আলম অপূর্ব সম্পর্কে

জাহাঙ্গীর আলম অপূর্ব সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার নলছিয়া নামক গ্রামে ১০ ই জুন ২০০১ সালে জন্ম গ্রহণ করেন। তার লেখা গুলো বাস্তব ধর্মীয়। লেখা তার নেশা। সবচেয়ে বেশি ভালো লাগে কবিতা লিখতে। * চরম মুর্খ সেই যে শিক্ষা অর্জন করে নিজের মাতৃভাষা শুদ্ধ ভাবে বলতে পারে না । * আমার কাছে আনুষ্ঠানিক শিক্ষা পদ্ধতি থেকে অনানুষ্ঠানিক শিক্ষা পদ্ধতি শ্রেষ্ঠ।

4 thoughts on “একটি সংবিধান

  1. ভালো ইনফরমেটিভ কবিতা। বাংলাদেশের সংবিধানে অনুচ্ছেদ বা ধারা ১৫৩টি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

    1. হুম মনোমুগ্ধকর মন্তব্য করেছেন। 

      শুভকামনা রইল। 

মন্তব্য প্রধান বন্ধ আছে।