আমি একটি সংবিধানের কথা লিখছি,
যে সংবিধান বিনির্মাণের পশ্চাতে রয়েছে,
সুদীর্ঘ করুণ ইতিহাস।
যে সংবিধান রচিত হয়েছে লক্ষ শহিদের রক্তে,
ইজ্জত হারা মা ও বোনের আত্মা চিৎকার।
যার রয়েছে একশত তিপ্পান্ন অনুচ্ছেদ
একটি প্রস্তাবনা ও এগারো ভাগে বিভক্ত।
জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ধর্ম নিরপেক্ষতা
সেই সংবিধানের অনন্য প্রধান বৈশিষ্ট্য।
ভারত ও যুক্তরাষ্ট্রের সংবিধানের ধারায় রচয়িতা
সেই সংবিধান খানি।
রচনাকালঃ
২৫/০৪/২০২১
ভালো ইনফরমেটিভ কবিতা। বাংলাদেশের সংবিধানে অনুচ্ছেদ বা ধারা ১৫৩টি।
হুম মনোমুগ্ধকর মন্তব্য করেছেন।
শুভকামনা রইল।
অনন্য কাব্য, পড়ে মুগ্ধ হয়ে গেলাম ।
শুভকামনা রইল