প্রেম ছাড়া জীবন পূর্ণ হয় না
আমার কলেজ পড়ুয়া মেয়ে কবিতা
সে কথা বুঝে গেছে
কবিতা ভালবাসে কাব্যকথার গল্পকে,
আর গল্প ভালবাসে উপন্যাস।
দিব্যি কাব্যকথার গল্প
কবিতাকে ভালবাসতে পারত
বাসে না, সে কী কষ্ট আমার মেয়েটার …
কবিতাকে নিয়ে কী করব আমি ?
বড় অবুঝ মেয়ে ;
কিছুই বুঝতে চায় না।
হায়রে ! গল্পের কত কাহিনী পড়ি
আর উপন্যাস গভীর রাতে
ঘুম জ্যোৎস্নায় স্বপ্ন দেখে আকাশ ছোঁয়ার!
কবিতার মতো এখনো কেউ-ই হয়নি
নিজের মেয়ে বলে বলছি না,
অবশেষে গল্পের কাব্য ফেরে কবিতার কাছে
কবিতার মুখে এখন এক পৃথিবী হাসি।
গল্প বা কাব্য হোক একান্তই আমাদের নিজস্ব। কবিতায় শুভকামনা প্রিয় কবি। সুন্দর।
দারুণ লেখনী