এক বন্ধুর আত্মকাহন

4521

ক্লাসের সবচেয়ে চঞ্চল জেদি একঘেয়ে কৃষ্ণবর্ণের ছেলেটা,
স্মৃতিকে এক পলক দেখবার জন্য চেয়ে থেকেছে ঐ পথটা।
মনের আকিঞ্চনে ঐ পথটার ধারে করেছে কতবার পায়চারী,
তা জানেন শুধু বিভো,আর করেছে কত আহাজারি।
স্মৃতির মুখনিঃসৃত বাণী শ্রবণের জন্য, কেঁদেছে তার মন প্রাণ,
সাইন্স ল্যাবের কাছে দাঁড়িয়ে ছেলেটা গাইত বেদনা বিধুর গান।
সেই এক ঝড়ের দিন অপরাহ্ণে মনে জাগল ছেলেটার আশা,
হঠাৎ দেখা স্মৃতি সাথে তার বদনখানিতে নেইকো কোনো ভাষা।
তখন স্মৃতির আঁখি ছলছল করছিল বেশ,
আঁখিতে তেমন একটা স্বপ্ন ছিল না কিন্তু,
যার ছিল দীঘল কালো কেশ।
স্মৃতির বাহুদ্বয় সতত লাগত নকশা করে মেহেদি,
চরণ যুগলে পড়তো নূপুর আরও যেন কি কি।
কোনো এক বৈশাখী মেলাতে স্মৃতি ছিল মঞ্চের কাছে দাঁড়িয়ে,
তখন সে ছেলেটা স্মৃতির প্রাণে তাকিয়ে দুহাত দিয়েছিল বাড়িয়ে।

যদি হতো না কোনো কারণে স্মৃতির সাথে দেখা,
ছেলেটা সেই দিন থাকত বুভুক্ষা।
বলত না কো কভু কারো সাথে কোনো কথা,
উদাস মনে ঐ পলাশ বৃক্ষের নিচে বসে থাকত নিয়ে বিরহ ব্যথা।
সেই কি মান অভিমান শেষ হবার নয়,
যতক্ষণ না পর্যন্ত স্মৃতির দেখা হয়।
নিত্য নতুন চিঠি লিখে ঘুরত নানা জন,
তারা কেউ ছিল না স্মৃতির সেই ছেলেটার মতো সুজন।

.
উৎসর্গ : (রাসেল স্মৃতি )

রচনাকালঃ
২৪/০৪/২০২১

জাহাঙ্গীর আলম অপূর্ব সম্পর্কে

জাহাঙ্গীর আলম অপূর্ব সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার নলছিয়া নামক গ্রামে ১০ ই জুন ২০০১ সালে জন্ম গ্রহণ করেন। তার লেখা গুলো বাস্তব ধর্মীয়। লেখা তার নেশা। সবচেয়ে বেশি ভালো লাগে কবিতা লিখতে। * চরম মুর্খ সেই যে শিক্ষা অর্জন করে নিজের মাতৃভাষা শুদ্ধ ভাবে বলতে পারে না । * আমার কাছে আনুষ্ঠানিক শিক্ষা পদ্ধতি থেকে অনানুষ্ঠানিক শিক্ষা পদ্ধতি শ্রেষ্ঠ।

2 thoughts on “এক বন্ধুর আত্মকাহন

  1. ছবিতে কবি'র স্মৃতি স্বাক্ষর লক্ষ্য করলাম। যেখানেই যেভাবে থাকুন আপনারা সবাই নিরাপদে থাকবেন ভালো থাকবেন এই প্রত্যাশা থাকবে। শুভ সকাল শুভ কামনা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. শুভকামনা রইল।।।। 

      সুন্দর মন্তব্য করেছেন প্রিয় কবি।।।। 

মন্তব্য প্রধান বন্ধ আছে।