টা-টা করতে গেলে জাস্ট একটু জানিয়ে গেলে হয়।
কতোখানি সর্বনাশে কার যে কোথায় কতো ক্ষয়…
মেপে দেখার দাঁড়িপাল্লা কুনকে নেই বলে,
আমাপা ধ্বসের মুখে কাউকে কি ধাক্কা দেওয়া চলে!
এগিয়ে পিছিয়ে খেলা ছিলই তো প্রেমে দস্তুর,
কখনো কি জানা গেছে কার সোনা কখন কর্পূর!
নুন ছাল ওঠা পিঠে পরিণাম টানাটাই জয়,
জ্বলা অঙ্গে লেপ্টে থাকে প্রেমের অমোঘ প্রত্যয়।
জ্যোৎস্নার সাদা কাক মাঝরাতে দিনকে ঘনায়,
তোয়াজের বর বউ মৌতাতে সুখী ওম্ খায়।
দাঁড়ে পোষা পাখি দড়ো ট্রেইনড হয় বুলি কপচাতে,
আমারও কলম খানা বড়ো যত্নে ঠিক- ঠিকানাতে।
একদার গাঁটছড়ায় জল ঢালে চোখ সঙ্গোপনে,
মিথ্যে রোদে গা পোড়াই আরো মিথ্যে সুখের সন্ধানে।
একদার গাঁটছড়ায় জল ঢালে চোখ সঙ্গোপনে,
মিথ্যে রোদে গা পোড়াই আরো মিথ্যে সুখের সন্ধানে।
___ সুন্দর একটি কবিতা। শুভ সকাল প্রিয় কবি রত্না রশীদ ব্যানার্জী।
Excellent
অপূর্ব লেখা।।।
শুভকামনা রইল।