আমি লিখব

আমি আপনাকে, তোমাকে, তোকে বলছি
আমি লিখব, আমি লিখব –
লিখব আমি প্রেমিকের বিরহ আর বেদনার কথা,
লিখব আমি স্বৈরশাসকের বিরুদ্ধে সাধারণ জনতার বিদ্রোহের কথা।

আমি আপনাকে, তোমাকে, তোকে বলছি
আমি লিখব, আমি লিখব-
লিখব আমি বীরের বীরত্বের কথা,
লিখব আমি শান্তি আর সাম্যের কথা।

আমি আপনাকে তোমাকে তোকে বলছি
আমি লিখব, আমি লিখব
লিখব আমি বাংলার সবুজ শ্যামল প্রকৃতির কথা,
লিখব আমি বাঙালির পশ্চাতের ইতিহাস আর সংস্কৃতির কথা।

আমি আপনাকে, তোমাকে, তোকে বলছি
আমি লিখব, আমি লিখব –
লিখব আমি এই বিভীষিকাময় সভ্যতার কথা,
লিখব আমি ধর্ষক আর ধর্ষিতার কথা।

আমি আপনাকে, তোমাকে, তোকে বলছি
আমি লিখব, আমি লিখব –
লিখব আমি যাযাবরের স্বপ্নের স্বর্গরাজ্য কথা,
লিখব আমি পথশিশু করুন দৃশ্যের কথা।

আমি আপনাকে, তোমাকে, তোকে বলছি
আমি লিখব, আমি লিখব –
লিখব আমি শস্যদেবীর বরে ক্ষেতে ফলে সোনা ধানের কথা,
লিখব আমি কৃষকের বদনখানির অম্লান হাসির কথা।

আমি আপনাকে, তোমাকে, তোকে বলছি
আমি লিখব, আমি লিখব –
লিখব আমি সাদা কালোর ভেদাভেদের দীর্ঘ শোষণের কথা,
লিখব আমি উচু নিচু, বর্ণ গোত্রের কথা ।

আমি আপনাকে, তোমাকে, তোকে বলছি
আমি লিখব, আমি লিখব –
লিখব আমি সুখী জনের সুখের উল্লাস মেদিনী কাঁপানোর কথা,
লিখব আমি দুঃখী মানুষের কষ্টে জর্জরিত কষ্টের দিনগুলোর কথা।

আমি আপনাকে, তোমাকে, তোকে বলছি
আমি লিখব, আমি লিখব –
লিখব আমি জয়নুল আবেদীনের ম্যাডেনা-৪৩ চিত্রকর্মের কথা ,
লিখব আমি পাবলো পিকাসোর গুর্নিকা চিত্রকর্মের কথা ।

রচনাকালঃ
০৯/০৫/২০২১

সকল কবিকে ঈদের শুভেচ্ছা
“”ঈদ মোবারক “”

জাহাঙ্গীর আলম অপূর্ব সম্পর্কে

জাহাঙ্গীর আলম অপূর্ব সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার নলছিয়া নামক গ্রামে ১০ ই জুন ২০০১ সালে জন্ম গ্রহণ করেন। তার লেখা গুলো বাস্তব ধর্মীয়। লেখা তার নেশা। সবচেয়ে বেশি ভালো লাগে কবিতা লিখতে। * চরম মুর্খ সেই যে শিক্ষা অর্জন করে নিজের মাতৃভাষা শুদ্ধ ভাবে বলতে পারে না । * আমার কাছে আনুষ্ঠানিক শিক্ষা পদ্ধতি থেকে অনানুষ্ঠানিক শিক্ষা পদ্ধতি শ্রেষ্ঠ।

5 thoughts on “আমি লিখব

  1. চেতনা এবং ভাবনার বহুমূখী প্রতিভায় মুগ্ধ হলাম কবি জাহাঙ্গীর আলম অপূর্ব। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. ঈদ মোবারক।।। 

      শুভকামনা রইল।।। 

      1. ধন্যবাদ কবি জাহাঙ্গীর আলম অপূর্ব। :)

মন্তব্য প্রধান বন্ধ আছে।