আমি আপনাকে, তোমাকে, তোকে বলছি
আমি লিখব, আমি লিখব –
লিখব আমি প্রেমিকের বিরহ আর বেদনার কথা,
লিখব আমি স্বৈরশাসকের বিরুদ্ধে সাধারণ জনতার বিদ্রোহের কথা।
আমি আপনাকে, তোমাকে, তোকে বলছি
আমি লিখব, আমি লিখব-
লিখব আমি বীরের বীরত্বের কথা,
লিখব আমি শান্তি আর সাম্যের কথা।
আমি আপনাকে তোমাকে তোকে বলছি
আমি লিখব, আমি লিখব
লিখব আমি বাংলার সবুজ শ্যামল প্রকৃতির কথা,
লিখব আমি বাঙালির পশ্চাতের ইতিহাস আর সংস্কৃতির কথা।
আমি আপনাকে, তোমাকে, তোকে বলছি
আমি লিখব, আমি লিখব –
লিখব আমি এই বিভীষিকাময় সভ্যতার কথা,
লিখব আমি ধর্ষক আর ধর্ষিতার কথা।
আমি আপনাকে, তোমাকে, তোকে বলছি
আমি লিখব, আমি লিখব –
লিখব আমি যাযাবরের স্বপ্নের স্বর্গরাজ্য কথা,
লিখব আমি পথশিশু করুন দৃশ্যের কথা।
আমি আপনাকে, তোমাকে, তোকে বলছি
আমি লিখব, আমি লিখব –
লিখব আমি শস্যদেবীর বরে ক্ষেতে ফলে সোনা ধানের কথা,
লিখব আমি কৃষকের বদনখানির অম্লান হাসির কথা।
আমি আপনাকে, তোমাকে, তোকে বলছি
আমি লিখব, আমি লিখব –
লিখব আমি সাদা কালোর ভেদাভেদের দীর্ঘ শোষণের কথা,
লিখব আমি উচু নিচু, বর্ণ গোত্রের কথা ।
আমি আপনাকে, তোমাকে, তোকে বলছি
আমি লিখব, আমি লিখব –
লিখব আমি সুখী জনের সুখের উল্লাস মেদিনী কাঁপানোর কথা,
লিখব আমি দুঃখী মানুষের কষ্টে জর্জরিত কষ্টের দিনগুলোর কথা।
আমি আপনাকে, তোমাকে, তোকে বলছি
আমি লিখব, আমি লিখব –
লিখব আমি জয়নুল আবেদীনের ম্যাডেনা-৪৩ চিত্রকর্মের কথা ,
লিখব আমি পাবলো পিকাসোর গুর্নিকা চিত্রকর্মের কথা ।
রচনাকালঃ
০৯/০৫/২০২১
সকল কবিকে ঈদের শুভেচ্ছা
“”ঈদ মোবারক “”
চেতনা এবং ভাবনার বহুমূখী প্রতিভায় মুগ্ধ হলাম কবি জাহাঙ্গীর আলম অপূর্ব।
ঈদ মোবারক।।।
শুভকামনা রইল।।।
ধন্যবাদ কবি জাহাঙ্গীর আলম অপূর্ব।
ঈদ মুবারক