নিহত গোলাপ

fman570

নিহত গোলাপেরা সুন্দর হয়,
মানবীর চোখে উৎসারিত বিশুদ্ধ বিষক্রিয়া,
থামিয়ে দিয়েছে মহাপ্রস্থান!
পরিপূর্ণ প্রেম শেষে পুরুষ হাওয়ায় ভাসে,
তলানিতে জমে শ্বাশত অবিশ্বাস!
বুকের প্রকোষ্ঠে রক্তগন্ধী ঢেউ,
সযতনে লুকিয়ে রেখেছিল কেউ কেউ!
ধারালো ছুরির ঠোঁটে শ্বেতগন্ধী রাজহাঁস,
স্বেচ্ছায় পোঁচ দিল মাংসল হৃদয়ে তার,
বন্য উঠান তাজা রক্তে ভরপুর!
সব রক্তই নাকি গোলাপ?
নাড়ীর টানে বাঁধা পাপড়ির আহ্লাদী প্রলাপ!
মানবী কুরুক্ষেত্র ঝাড়ু দেয় প্রাচীন অভ্যাসে,
ঢেকে রাখে রক্ত নিরীহ কুরুবকে,
তবুও বারান্দায় লাল, সামিয়ানায় লাল,
আগুনের মতো ছোপ ছড়ানো ছিটানো!
তীব্র লালের আরেক নাম অব্যক্ত প্রলয়!
নিহত গোলাপেরা প্রচন্ড সুন্দর হয়!

ছবি কৃতজ্ঞতাঃ ইন্টারনেট

4 thoughts on “নিহত গোলাপ

  1. নাড়ীর টানে বাঁধা পাপড়ির আহ্লাদী প্রলাপ!
    মানবী কুরুক্ষেত্র ঝাড়ু দেয় প্রাচীন অভ্যাসে!! ___ চমৎকার উপমাময় কবিতা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. শ্রদ্ধেয় জন ধন্যবাদ জানবেন।ভালো থাকুন সবসময়।

  2. "তীব্র লালের আরেক নাম অব্যক্ত প্রলয়!

    নিহত গোলাপেরা প্রচন্ড সুন্দর হয়!"

     

    কবিতায় মুগ্ধতা রইলো।https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. অনেক ধন্যবাদ শ্রদ্ধেয় জন। সাবধানে ও সুস্থ থাকুন।

মন্তব্য প্রধান বন্ধ আছে।