যাওয়া

-19

মানুষ যায়; তাকে যেতে হয়
কেউ পুবে কেউ পশ্চিমে
আমাদের বশীর চাচা
অনেক পাশ দিতে
কালাপানি পাড়ি দিয়ে
বিলেত গিয়েছিল,
মুফাচ্ছিল গিয়েছিল ইজিপ্ট
নীলনদের পথে ফেরাউনদের
আহাজারি শুনবে বলে।

আবুলের আব্বা এতদূর যায়নি
শুধুমাত্র মাছের বাজারে,
জমিরের ছোট মেয়েটি পুকুর পাড়ে
খেলতে গিয়েছিল, পাড়ার সবচেয়ে প্রবীণ
বিড়ির খায়েশে গিয়েছিল
পাড়ার দোকানে, কানাই মাস্টার
গিয়েছিল পাশের শহরে।

প্রাণের বন্ধুর দেখা নেই অনেকদিন
আড্ডার প্রহর তাকে ছাড়া ফাঁকা লাগে
খোঁজ নিতে গিয়ে জানলাম সেও গিয়েছে।

মানুষ রিক্সায় চড়ে, গাড়িতে চড়ে
প্লেনে, ট্রেনে, জাহাজে
চড়ে যায়। মানুষ হেঁটে
যায়, দাঁড়িয়ে যায়, ঘুমিয়েও যায়
মানুষ যায়; তাকে যেতে হয়।

আমাকেও যেতে হবে; সহযাত্রী
হওয়া ছাড়া গত্যন্তর নেই
ডাকছে শেষ স্টেশন
ডাকছে অন্ধকার কবর।

3 thoughts on “যাওয়া

  1. মানুষ যায়; তাকে যেতে হয়
    … কেউ পুবে কেউ পশ্চিমে … মানুষ যায়; তাকে যেতে হয়। :(

  2. আমাদের এই বিচরণভূমি তে
    কেউ সারা জীবনের জন্য পদার্পণ করে না।
    কিন্তু মানুষকে তাঁর জীবনদর্শন দিয়েই এগিয়ে যেতে হয়।
    মানুষ যদি তার জীবন দর্শনে অন্যের কাছে নিজেকে চেনাতে ব্যর্থ হয় তখন সে জীবন মূল্যহীন। আমরা জীবনকে যেভাবে গুরুত্বের সাথে লক্ষ্য করি।
    তা যদি বাস্তবতার সাথে মিলিয়ে নিতে পারি তবে জীবন অনন্য।
    লেখা অত্যন্ত সুন্দর
    অনেক শুভকামনা
    ভালো থাকবেন ভাইয়া

  3. এভাবে যেতে যেতেই আমরা শেষ ঠিকানায় পৌঁছে যাচ্ছি। লেখায় বাস্তবতা ফুটে উঠেছে, কবি। শুভকামনা থাকলো।

মন্তব্য প্রধান বন্ধ আছে।