ঘুম ভাঙ্গা মধ্য দুপুরে

6422900_n

তখনো স্বপ্নের আবেশ জড়ানো ছিলো দু’ চোখে
গালের বাঁকে অশ্রুর রেখা,নাকে তোমার বুকের উমেল সুবাস;
চুলে বিলি কেটে দেয়া অনুরণন, কপালের আলতো চুম্বন
সমস্ত আবেশ জড়ানো ছিলো ঘুম ভাঙ্গা মধ্য দুপুরে…

গ্রীষ্মের উত্তপ্ত হাওয়া
আর রৌদ্রোজ্জ্বল আকাশের কট কটে দৃষ্টি যেন-
জেনে গেছে আমার স্বপ্নে দেখা সমস্ত গোপন ক্রিয়াকলাপ!
মিষ্টি এক লাজুক হাসিতে কত কথা বলে গেলো চড়ুই যুগল;
তবে কি সত্যি সত্যি রটে গেলো তোমার আমার একান্ত সংলাপ!

দাউদুল ইসলাম সম্পর্কে

সব সময় নিজেকে বলি- মানুষ হবি যদি- অন্ধকার ঘরে যখন একা থাকবি তখন নিজেকে জিজ্ঞেস করে নিস তুই কতটা মানুষ। কতটা তোর সভ্যতা কতটা তোর ভদ্রতা! স্নান ঘরে যখন একা শাওয়ারের নিচে দাঁড়াস- তখন নিজেকে জিজ্ঞেস করিস কত টা আছে তোর মনুষত্বের রুচি! জিজ্ঞেস করিস কতটা তুই ভদ্র, সভ্য!

1 thought on “ঘুম ভাঙ্গা মধ্য দুপুরে

  1. মিষ্টি এক লাজুক হাসিতে কত কথা বলে গেলো চড়ুই যুগল;
    তবে কি সত্যি সত্যি রটে গেলো তোমার আমার একান্ত সংলাপ! https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।