তখনো স্বপ্নের আবেশ জড়ানো ছিলো দু’ চোখে
গালের বাঁকে অশ্রুর রেখা,নাকে তোমার বুকের উমেল সুবাস;
চুলে বিলি কেটে দেয়া অনুরণন, কপালের আলতো চুম্বন
সমস্ত আবেশ জড়ানো ছিলো ঘুম ভাঙ্গা মধ্য দুপুরে…
গ্রীষ্মের উত্তপ্ত হাওয়া
আর রৌদ্রোজ্জ্বল আকাশের কট কটে দৃষ্টি যেন-
জেনে গেছে আমার স্বপ্নে দেখা সমস্ত গোপন ক্রিয়াকলাপ!
মিষ্টি এক লাজুক হাসিতে কত কথা বলে গেলো চড়ুই যুগল;
তবে কি সত্যি সত্যি রটে গেলো তোমার আমার একান্ত সংলাপ!
মিষ্টি এক লাজুক হাসিতে কত কথা বলে গেলো চড়ুই যুগল;
তবে কি সত্যি সত্যি রটে গেলো তোমার আমার একান্ত সংলাপ!