ইচ্ছে থাকলেও নেই যে উপায়
করবো কেনা-কাটা,
কোভিড এবার খুবই ভয়াল
ভারি বুকের পাটা।
একটা ঈদ সে নাই বা হলো
শোনো খোকন সোনা,
আসছে বছর দেখে নিয়ো
দেবো গো দুই-গোণা।
খোকন সোনার কী অভিমান
বলে না সে কথা,
না পেয়ে তাই নতুন কিছু
মনে তার খুব ব্যথা।
কোভিড উনিশ কী ভয়ানক
জানো তুমি খোকা ?
বাতাসে যে ঘুরে বেড়ায়
মারে মাথায় টোকা।
সোনা আমার রাগ করো না
করলে পড়া-লেখা,
কোভিড ব্যাটা পালিয়ে যায়
বইয়ের পেলে দেখা।
.
শিশুতোষ ছড়া
স্বরবৃত্তঃ ৪+৪ / ৪+২
সোনা আমার রাগ করো না
করলে পড়া-লেখা,
কোভিড ব্যাটা পালিয়ে যায়
বইয়ের পেলে দেখা।
অসংখ্য ধন্যবাদ শ্রদ্ধেয় মুরুব্বী। ভালো থাকুন সব সময়।


আপনিও ভালো থাকবেন প্রিয় কবি মি. সাইদুর রহমান।