কোভিডের উচ্ছাস
বিশ্ব বাসির নাভিশ্বাস।
ভয় আর ত্রাস করাল গ্রাস
দীগ্বি জয়ীরাও আজ হচ্ছে লাশ।
সাফ সাফাই কারসাজ
মাস্কের মারকাজ।
কোয়ারান্টাইনের আবাস
পক্ষকালের কারাবাস।
লক ডাউনের সারকাস
নিম্ন বিত্তের দীঘ শ্বাস।
ত্রাণের মারপ্যচে
জীবন রূদ্ধ শ্বাস।
আই সি ইউর কেবিনে
রোগীদের হাস ফাস
অক্সিজেনের অভাবে
বন্ধ নিশ্বাস।
নিকট জনের রোণাজারি
মানবতার আহাজারি।
কেউ নেই কাছে
সবার উদ্ধশ্বাস।
জীবনের সাতপাক
ফিরে গেলে খালি হাত।
পরপারে যাত্রীর রূদ্ধ পথ
কঠিন কেয়ামত।
সৃষ্ট করোনার যত
বহুরূপী অভিলাষ।
স্রষ্টার অসীম ক্ষমতা
ফেরাতে পরবাস।
করোনাকে নয় ভয়
চেতনায় বিশ্বাস।
এপার মিলবে দয়া
ওপারে বিলাবে আশ্বাস।
অনেকদিন পর আপনার উপস্থিতি। আশা করবো ভালো ছিলেন।
শুভেচ্ছা এবং সালাম জানবেন আপা। নিরাপদে থাকবেন।
সালাম আজাদ ভাই। ঠিক তাই লিখা হয়না আসাও হয়না তবে নিরবে প্রিয় নীড়ে ঢু মেরে যাই। আল্লাহর ইচ্ছায় ভাল আছি এখনো। আতংক ঘিরে আছে।
আপনি কেমন আছেন আপনিও সাবধানে থাকবেন। ভাল থাকুন এই কামনা মহানের দরবারে।
পরিবারে আমরা সবাই ভালো আছি আপা। ধন্যবাদ। ঢুঁ না দিয়ে নিজের লিখার পাশাপাশি মন্তব্য দিয়ে অন্যদের উৎসাহ দিলে নবীনেরা আনন্দিত হবে।
আলহামদুলিল্লাহ
Stay home, stay safe
সালাম
