আরও রক্ত ঝরুক, তবুও পৃথিবী জানুক,
আমরা রক্ত দিতে জানি, মাথা নোয়াতে নয়।
আমাদের নেতা আমাদের রক্ত দেয়া শিখিয়েছেন,
সেই যে বদরে আমরা রক্ত দিয়ে বিজয় আনলাম।
তারপর থেকে আমরা রক্ত দিয়েই ইতিহাস লিখে চলেছি,
কেবল বিজয় আমাদের মঞ্জিল, গোলামী আমাদের রক্তে নেই।।
.
কেউ বলে এত রক্তপাত কী করে শান্তি আনবে ?,
আমরা বলি রক্তপাতহীন মানুষের সুন্দর জন্ম অসম্ভব।
আমরা বলি আমাদের রক্ত দেয়া কেবল শান্তির জন্য,
আমরা আক্রমণ করে নয় আক্রান্ত হলে রক্ত দেই, রক্ত ঝরাই।
আমাদের মস্তক কোন অরাজকতার কাছে নত হবার নয়,
আমাদের নেতা শিখিয়েছেন কেবল একজনের কাছে নত হওয়া।।
আমাদের মিছিল অনন্ত যাত্রার দিকে উত্তাল ঢেউয়ের প্রবাহ তোলে,
সেই ঢেউয়ে আমরা যোগ করি আমাদের তাজা রক্তের স্রোত।
আমরা মরুর বুক চিরে শুভ্র নরম ফুলের জন্ম দিয়েছি বহুবার,
ঘোর অন্ধকারে আমাদের রক্ত পিদিমে জ্বলে উঠেছে সূর্যকর।
পৃথিবী এইসব ভুলে যায়নি, যেন গতকালের বাস্তবতার তাজা গন্ধ,
আমরা সেই গন্ধে মাতোয়ারা হয়ে কেবলই এগিয়ে চলছি অনন্তকাল ধরে।।
আমরা অশান্তিকে পায়ে দলিয়ে নিশান উড়াতে শিখেছি,
আমরা পৃথিবীর আকাশে একটি স্লোগান ধ্বনিত করে চলেছি।
আমরা জীবনের কাছে মৃত্যুকে ডেকে আনি জীবনকে অমর করতে,
মৃত্যুভয় কখনো পিছুটান নয়, আমাদের মৃত্যু নতুন জন্ম আনে।
আমাদের স্বভাবই আমাদের প্রেরণা দেয়, জেগে উঠবার,
গাজী হয়ে শাসক হবো না হয় শহীদি অমৃত জীবন পাবো তবে গোলাম হবোনা।।
.
অনন্ত যাত্রা
০১/০৩/২০১৯
#FreePalestine
পৃথিবী কোন কিছুই সব ভুলে যায়নি, যেন গতকালের বাস্তবতার তাজা গন্ধ,
আমরা সেই গন্ধে মাতোয়ারা হয়ে কেবলই এগিয়ে চলছি অনন্তকাল ধরে।
Save Palestine, save muslims
আমি ভীষণ দুঃখ পাই … যখন দেখি সতত পরিশ্রম নিয়ে একটি লিখায় পাঠক পড়েন ঠিকই অথচ সামান্যতম উচ্ছাস বা হতাশ; এমন কোন শাব্দিক প্রকাশ করতে চান না।