মানুষ দেখি

594672851

তোমাদের আচরণ দেখে
আমি আর মানুষ হতে চাইবো না;
ফানুসের হয়ে থাকতে চাই
রঙ বিরল আকাশে- ঘাসফড়িং বেসে
তোমাদের ফেরেশতা সুবল
হাসির মাঝে শয়তানের মুখ রহ রহ দেখি
শুধু শুধু আমাকে মানুষ হতে বলো!
সুসম্পর্কের পিচে স্বার্থ চোখ, মন প্রবাহিত,
কি করে আমি মানুষ হবো
তুমি তোমাদের মতো থাক আর
আমি আমার মতো মানুষ দেখি শত।

০৯ জ্যৈষ্ঠ ১৪২৮, ২৩ মে ২১
——————————

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

2 thoughts on “মানুষ দেখি

    1. অশেষ ধন্যবাদ মহী দা

মন্তব্য প্রধান বন্ধ আছে।