তোমাদের আচরণ দেখে
আমি আর মানুষ হতে চাইবো না;
ফানুসের হয়ে থাকতে চাই
রঙ বিরল আকাশে- ঘাসফড়িং বেসে
তোমাদের ফেরেশতা সুবল
হাসির মাঝে শয়তানের মুখ রহ রহ দেখি
শুধু শুধু আমাকে মানুষ হতে বলো!
সুসম্পর্কের পিচে স্বার্থ চোখ, মন প্রবাহিত,
কি করে আমি মানুষ হবো
তুমি তোমাদের মতো থাক আর
আমি আমার মতো মানুষ দেখি শত।
০৯ জ্যৈষ্ঠ ১৪২৮, ২৩ মে ২১
——————————
Outstanding poem
অশেষ ধন্যবাদ মহী দা