ব্যতিক্রমী মানুষের গল্প

কিছু মানুষ ব্যতিক্রমী
কিছু মানুষ অনতিক্রম্য
আমাদের প্রদেশে একবার এক ব্যতিক্রমী
অনতিক্রম্য মানুষের দেখা মিলেছিল,
তাঁর বর্ধিত ছায়া এখনো
ঝড় ঝঞ্ঝা মোকাবেলা করে
প্রদেশের নিরাপত্তা নিশ্চিত রাখে।

অন্যরা মাটিতে পা রাখতে ভয় পায়
এক গোলামের বাচ্চা পাকিদের
পাছায় খুঁজেছিল সুখ।

আরেক গোলাম ঠেকে কিয়ৎক্ষণ সুবোধ
সেজেছিল; কিন্তু সুযোগ পেয়ে সদ্ব্যবহার
করতে এক মুহূর্ত দেরি করেনি।

গোলাম গং পর্দার ওপারে
চলে গেলেও ছোট ছোট গোলাম
মাঝেমধ্যে পর্দা সরিয়ে উঁকি দেয়।

গোলামদের উঁকিঝুঁকি কিছুটা
দুর্গন্ধের কারণ হয় বটে
কিন্তু ব্যতিক্রমী মানুষের
সাহসী তর্জনীর নীচে
মানুষের আস্তা জাগরূক থাকে,
মানুষের বিশ্বাস জাগরূক থাকে।

অনতিক্রম্য মানুষের জমিনে
গোলাম বর্ধিত হয় না
এই বোধটুকু গোলামদের হয় না
বলেই তারা গোলাম।

1 thought on “ব্যতিক্রমী মানুষের গল্প

  1. অফুরান শুভ কামনা প্রিয় কবি প্রিয় আবু মকসুদ ভাই। সালাম। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।