গরমের দিনে

1981_n

যখন আসে গ্রীষ্মকাল ওই
সবার কষ্ট হয়,
চলাফেরায় রয় যে তখন
রোগ-বালাইয়ের ভয়।

ভর দুপুরে রোদের দাপট
যেনো আগুন হায়,
ঘাম ঝরিয়ে পিপাসায় যে
প্রাণখানি যায় যায়।

স্বস্তির আশে পথিক খোঁজে
বৃক্ষের ছায়া-তল,
পুড়ে শরীর তাই যে ভাবে
কোথায় পাবে জল ?

গরম হাওয়া চারিদিক বয়
কোথাও ঠাণ্ডা নাই,
বনের শতো পশুপাখিও
ছটফট করে তাই।

নদীর তীরে তখন একটু
বাতাস লাগে বেশ,
মানুষ কতো ছোটে সেথা
দূর হয় একটু ক্লেশ।

.
স্বরবৃত্তঃ ৪+৪ / ৪+১

4 thoughts on “গরমের দিনে

  1. নদীর তীরে তখন একটু
    বাতাস লাগে বেশ,
    মানুষ কতো ছোটে সেথা
    দূর হয় একটু ক্লেশ। ___ ঠিক তাই প্রিয় কবি সাইদুর রহমান। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    1. অসংখ্য ধন্যবাদ শ্রদ্ধেয় মুরুব্বী। ভালো থাকুন সব সময়। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।