সন্তানের প্রতি

আমরা স্বপ্নদ্রষ্টা!
আমরা জানি না আমরা কারা!

কিছু প্রাকৃতিক প্রক্রিয়ায় আমরা তৈরী হয়েছি,
পৃথিবীর কিছু সংকীর্ণ উপাদানে যা বিদ্যমান,
তারপর একে পরিশুদ্ধ করার প্রচেষ্টা।

আমরা স্বপ্ন!
আমরা মনে করতে পারি না!

পরিবার,
লোমশ অন্ধকার,
মায়ের জঙ্গল।
মায়ের শরীর ;
তার ভিতরে পরিচ্ছন্ন শহর।

তারও আগে; মৃত্তিকা জল।
পাথরের ভিতরের শৈবাল, টুকরো পাতা, ঘাস।
মহান অন্ধকরের লুকিয়ে থাকা কোষ।
তারও পরে পৃথিবীর পর্দা ভেদ করা চিৎকার।

এসব কারণে এভাবে তুমি জন্মেছিলে;
আমার স্তব্ধতায়
আমার পিতা মাতার কোষগুলি,
তোমাতে মৌলিক রূপান্তর,
একটা মহান শিল্পকর্মে।

আমি অসম্পূর্ণ;
আমি কখনো জানতে পারিনি।
এখন তোমার সময়,
তুমি জানতে চাইতে পার;
কেন আমি এসেছি?
কেন আমি এতটা অজ্ঞ?

মহান অন্ধকারের ভিতরকার কোষ।
কিছু প্রাকৃতিক পক্রিয়াতে আমরা জন্মাই;
এখন তোমার পালা, সেই পুরাতন জিজ্ঞাসার-
আমি কিসের জন্য? আমি কিসের জন্য?

6 thoughts on “সন্তানের প্রতি

  1. জীবনের কাছে একদম যৌক্তিক প্রশ্ন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif তারপরও আমাদের সব মানিয়ে হয়তো আপোষ করেই চলতে হয় এবং চলতে হবে। আপনার পরিচ্ছন্ন কবিতার জন্য শুভ কামনা।

  2. বেশ ভাবনাময় কাব্যিক কবি দা

    1. অনেক সুন্দর ধন্যবাদ আপনাকে।  

      আপনার জন্য https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।